সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ছাগলে মরিচ ড়্গেত খাওয়াকে কেন্দ্র করে এক কিশোরীকে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার ওই কিশোরীকে নিলাখিয়া উপ-স্বাস'্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
নির্যাতনের শিকার ওই কিশোরীর নাম খুশি আক্তার । ঘটনাটি ঘটেছে রোববার নিলাখিয়া ইউনিয়নের মরাকান্দা গ্রামে।
জানা গেছে, রোববার বেলা ১১ টার দিকে ওই গ্রামের নছিম উদ্দিনের মেয়ে খুশি আক্তার (২০) এর একটি ছাগল একই গ্রামের তাজেল মিয়ার মরিচ ড়্গেত খায়।
এ নিয়ে ড়্গেত মালিক তাজেল মিয়া ও তার ছেলে মনোয়ার হোসেন ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পাঁ বেঁধে পেটায়। এসময় পাশের একটি ইরি ড়্গেতে আটকে থাকা পানিতে চুবিয়ে নির্যাতন করা হয় তাকে।
পরে খুশি আক্তারের চিৎকারে স'ানীয়রা তাকে উদ্ধার নিলাখিয়া ইউনিয়ন উপ-স্বাস'্য কেন্দ্রে ভর্তি করায়।
নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরম্নল ইসলাম সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা কোন নারী নির্যাতন সমর্থন করি না।
ওই কিশোরীকে নির্যাতনের ঘটনায় তিনি ব্যবস'া নেয়ার আশ্বাস দেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ দিলে আইনগত ব্যবস'া নেয়া হবে।