বকশীগঞ্জে আদিবাসী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে গৃহিত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা”

কর্মসূচির আওতায় সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্সের অংশগ্রহণকারীদের মাঝে একটি করে সেলাই মেশিন ও তিন হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।

সোমবার গারো পাহাড়ি এলাকার বালুঝুড়ি মাদ্রাসা মাঠে ২০ জন আদিবাসী নারীকে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক।

সেলাই মেশিন অনুষ্ঠানে এসময় সভাপতিত্ব করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসত্মফা কামাল।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, ইউপি সদস্য মোছা. নুরজাহান (অঞ্জলি) , ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোস্রিও ম্রং,

সম্পাদক প্রতিস ম্রং সহ গ্রণ্যমান্য ব্যক্তিবর্গ উপসি'ত ছিলেন।

এর আগে তিনমাস ব্যাপি এসব আদিবাসী নারীদের প্রশিক্ষণ দেন রতনা আক্তার । এতে গারো পাহাড়ের ২০ জন আদিবাসী নারী প্রশিক্ষণ গ্রহণ করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top