জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা ও ভোট চাওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। 

BNP and Jamaat candidates mourned in Jamalpur
জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ




মঙ্গলবার (২০ জানুয়ারী) পৃথক দুই নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি নির্দিষ্ট সময় উল্লেখ করে তাদের স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করে।

জামালপুর- ২ (ইসলামপুর) আসনে জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকী গতকাল সোমবার দুপুরে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনি ইউনিয়নের ডিগ্রিরচর বাজারে সরাসরি মিছিল, জনসমাগম ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন। 

আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) এ ব্যাপারে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর-২ এর কার্যালয়ে নূরুল ইসলাম নবাব নামে এক ব্যাক্তি প্রচারণার একটি ভিডিওসহ অভিযোগ দায়ের করেন।

 অভিযোগের প্রেক্ষিতে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় জামায়াত প্রার্থী ছামিউল হক ফারুকীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মো: আহমাদুল কবির সাকিল। 

আগামী ২২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় প্রার্থীকে স্ব-শরীরে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা হবে না তা লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।  

এদিকে, জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি দলীয় প্রার্থী মো: ফরিদুল কবীর তালুকদারের পক্ষে তার সহোদর ভাই নাদিম তালুকদার গত (১৫ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে সরাসরি ধানের শীষ প্রতীকে ভোট চান। 

এ ব্যাপারে গত ১৮ জানুয়ারী (রবিবার) মুহাম্মদ মনির উদ্দিন নামে এক ব্যাক্তি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে ভিডিওসহ একটি অভিযোগ দায়ের করেন। 

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারী) বিএনপি প্রার্থী ও তার ভাইয়ের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, জামালপুর- ৪ এর দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ মোহাম্মদ আবু ছালেক। 

আগামী ২৫ জানুয়ারী (রবিবার) সকাল সাড়ে ১১টায় বিএনপি প্রার্থী ও তার ভাই উভয়কে স্ব-শরীরে উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রদান করা হবে না তা লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।  


সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


জামালপুর- নিয়ে আরও পড়ুন
জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা করবেন ৩১ জন
জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা করবেন ৩১ জন
জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু, সম্পাদক সোহেল
জামালপুরে পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি রাজু, সম্পাদক সোহেল
ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা
ঢাকাস্থ জামালপুর সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা
মুক্তিযোদ্ধা লেবু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মুক্তিযোদ্ধা লেবু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top