শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জ সরকারী কীয়ামত উল্লাহ কলজর শিক্ষকদের কর্মবিরতি !

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রেণি

কার্যক্রম ও পরীক্ষার দায়িত্বসহ সকল কার্যক্রমে কর্মবিরতি পালন করেছে জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের শিক্ষক-শিক্ষকা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বকশীগঞ্জ শাখার উদ্যোগে মঙ্গলবার দিন ব্যাপি এ কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতি পালনকালে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উলস্নাহ কলেজের অধ্যড়্গ অধ্যাপক পরিতোষ চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় বক্তৃতা

করেন সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন , বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বকশীগঞ্জ শাখার সভাপতি প্রভাষক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ফসিউল আহমেদ,

 প্রভাষক আসলাম হোসেন, প্রভাষক আবু সায়েম মোহাম্মদ হাসান, প্রভাষক মোসত্মাফিজারা মনি, প্রভাষক শাহ আলম, প্রভাষক মোহাম্মত খালিদ হোসাইন, প্রভাষক সোলায়মান হোসেন ,

প্রভাষক মমিনুল ইসলাম, প্রভাষক আফরোজা আক্তার ও প্রভাষক মো. আরিফুল ইসলাম ।


এসময় তারা অবিলম্বে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top