সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলড়্গে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান আহমেদ।
এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কৃষি কর্মকর্তা আবদুল হামিদ, তথ্য প্রযুক্তি অফিসের সহকারী প্রোগ্রামার আবুল বাশার ,
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা মাধ্যমিক শিড়্গা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আওরংগজেব প্রমুখ।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।