\
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন রায়হান আহমেদ নামে এক তরুন কর্মকর্তা।
মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা নবাগত এসিল্যান্ড রায়হান আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেন।
পূর্বের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সাদিকুর রহমান বদলি হলে রায়হান আহমেদ তার স্থলাভিষিক্ত হন। এর আগে তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন।
বিসিএস ৩০ তম ব্যাচের এই কর্মকর্তা বুয়েট থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা করেছেন।
ঢাকা জেলার সাভার এলাকার বাসিন্দা এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক ।
তিনি বকশীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে এবং ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের নিকট সহযোগিতা চেয়েছেন।