ডাক ও টেলিযোগাযোগ বিভাগ নেবে ৪৬ জন কর্মী

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

পাঁচটি পদে ৪৬ জন নেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ৯ জন, কম্পিউটার অপারেটর পদে চারজন, ক্যাশিয়ার পদে  একজন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১ জন এবং অফিস সহায়ক পদে নেওয়া হবে ২১ জন। আবেদন করা যাবে ১১ মে বিকেল ৫টা পর্যন্ত।
আবেদনের যোগ্যতা : ১ জানুয়ারি ২০১৭ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। আর মুক্তিযোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর।
সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে ৯ জন। এ পদে আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি পাস হতে হবে।

 ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাঁটলিপি লেখার সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজি ৭০ শব্দ এবং বাংলা ৪৫ শব্দ। আর কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।
কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে চারজন। আবেদন করতে পারবেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রিধারীরা। ক্যাশিয়ার পদে নেওয়া হবে একজন। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকধারীরা আবেদন করতে পারবেন এ পদে। 

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ১১ জন। এইচএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে এ পদে। থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা ও অভিজ্ঞতা। কম্পিউটার টাইপিংয়ের গতি লাগবে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ। আর অফিস সহায়ক পদে নেওয়া হবে ২১ জন। আবেদন করতে পারবেন এসএসসি পাস প্রার্থীরা।
আবেদন প্রক্রিয়া : শুধু অনলাইনে আবেদন করা যাবে ১১ মে বিকেল ৫টা পর্যন্ত। প্রার্থীকে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে নিয়মানুযায়ী এসএমএসের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে। 

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। পরীক্ষার সব খবরাখবর প্রার্থী মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।
পরীক্ষার ধরন : সব পদের প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের ওপর। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরে মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

 মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। তবে সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বেতনক্রম : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১০০০-২৬৫৯০ টাকা স্কেলে, কম্পিউটার অপারেটর পদে ১১০০০-২৬৫৯০ টাকা স্কেলে, ক্যাশিয়ার পদে ১০২০০-২৪৬৮০ টাকা স্কেলে, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে এবং অফিস সহায়ক পদে ৮২৫০-২০০১০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top