রাজশাহীতে নৌকা ডুবি, নিখোঁজ ৫

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: 

রাজশাহীর দরগাপাড়া এলাকার কাছে পদ্মা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছে। রবিবার সন্ধ্যা ৮টার দিকে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

 সোমবার সাড়ে ১১টা পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলাচ্ছে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, নগরীর দরগাপাড়া এলাকার সারোয়ার হোসেন রফিক (৪৫), রবিন (২৮), খানপুরের আসাদুল (৪৫)। তারা মৌসুমি নৌকার মাঝি। অপর দুজন হলেন দরগাপাড়ার শাহমুখদুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তামিম (১০) ও আহাদ (১০)।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, রবিবার রাত পৌনে ১২টা থেকে আমাদের বাহিনীর ডুবরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

 রাত ৩টা ৪০ মিনিট থেকে সাময়িকভাবে কাজ বন্ধ থাকলেও সোমবার সকাল ৮টা থেকে আবার শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের এবং নৌকার খোঁজে পাওয়া যায়নি।


অন্যদিকে রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহীর ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। যার গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। ঝড়ের সঙ্গে ভারি বর্ষণ হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top