জামালপুরে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ॥ নারী ও শিশুসহ ৩০ জন আহত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের সদর ও মেলান্দহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপড়্গে ৩০ জন আহত হয়েছে। আহতদের জামালপুর জেনারেল ও মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়ছে।

প্রত্যড়্গদর্শী ও পুলিশ জানিয়েছেন, দুপুর ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের মেঘারবাড়ি নামকস'ানে ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী-শিশু ও চালকসহ ২০ জন আহত হয়েছে।

স'ানীয় লোকজন আহতদের উদ্ধার করে ৩ জনকে মেলান্দহ স্বাস'্য কমপেস্নক্সে ও ১৭ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন, অছিরন (৫০),  রাব্বি (৩), সাবিনা (২৫), শাকিব (২০), বানেছা (৩০) মুখলেছ (১২), আব্দুলস্নাহ (৬০), আপেল (৪০), সম্পা (৭), হাফিজুর (৩০),আব্দুলস্নাহ(৬০),আলী(৪৫)সহ আরো অনেকে। তারা মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের বাসিন্দা। এদের মধ্যে ভটভটির ইঞ্জিনের গরম পানিতে দগ্ধ হওয়ায় কয়েকজন শিশুর অবস'া গুরম্নত্বর।

ভটভটির যাত্রীরা দুরমুঠ মাজারের যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রম্নতগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা তারা আহত হয়।

একই সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহণের একটি বাস জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার বিনন্দেরপাড়া নামকস'ানে বাসের উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে  দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় কমপড়্গে ১০ যাত্রী আহত হয়।
আহতরা হলেন, মাহফুজ (২৮) ,টাহিন (৩৫ জাকির (৫) ,সুরাইয়া (১০), খোকন (৩০) ,নূর ইসলাম(৩৫) সহ আরো অনেকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস'ল থেকে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top