ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি : ২১ মে রবিবার স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়ের” আয়োজনে ময়মনসিংহের ভালুকা উপজেলায় থ্যালাসেমিয়া বিষয়ের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালী ও আলোচসা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। পড়ে সংগঠনের সভাপতি বদরুল টিপুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ক বক্তব্য রাখেন ভালুকা পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোখলেছুর রহমান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান, ডা. মো. লুৎফর রহমান, ডা. আরিফুল হক, ডা. রেজাউল করিম, ডা. তানজিনা আক্তার, সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান সুমন ও সাধারণ সম্পাদক ইমন তালুকদার।
র্যালীতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অমিতাভ অমি, আলিরেজা জুয়েব রাতুল, রোমান আরিয়ান, রফিকুল ইসলাম রিটন, মো. নাঈম, ফাহিম হাসান, মাহবুবা আক্তার বন্যা প্রমুখ।