বকশীগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা রোববার অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক সামাজিক ড়্গমতায়ন কর্মসূচির পলস্নী সমাজের উদ্যোগে জাগির পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


ব্র্যাক সামাজিক ড়্গমতায়ন কর্মসূচির এফও হাসনা বেগমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগিরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিড়্গক মো. আবদুল মান্নান।


 এতে বিশেষ অতিথি ছিলেন জাগির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিড়্গক মো. আকতারম্নজ্জামান। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন সহকারী শিড়্গক মো. মোছাব্বের হোসেন, সহকারী শিড়্গক কারিমুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোছা. ফরিদা বেগম ।

কুইজ প্রতিযোগিতায় শিড়্গক, পলস্নী সমাজের সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিড়্গার্থীরা অংশ গ্রহণ করেন।


কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে নারীদের সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করা, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহের কারণে বিভিন্ন রোগ সমপর্কে আলোচনা করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top