সেবা ডেস্ক:
অবশেষে শাকিব ভক্তদের জন্য সুখবর। তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এখন ক্যামেরার সামনে দাঁড়াতে আর কোন বাঁধা নেই তার।
সোমবার দুপুরে রাজধানীর এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চিত্রনায়ক আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, শিগগিরই চলচ্চিত্র–সংশ্লিষ্ট সবকটি সংগঠনকে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হবে। এ কমিটি চলচ্চিত্র শিল্পে সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করবে।
আর এই নীতিমালা মেনেই সবাইকে কাজ করতে হবে। যদি কেউ এই নীতিমালা ভঙ্গ করে, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
এর আগে দুপুর ১২টা নাগাদ চলচ্চিত্র–সংশ্লিষ্ট ১২টি সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে জরুরি সভায় বসেন। তখন মুশফিকুর রহমান গুলজার বলেন,
‘সভায় উপস্থিত সবার মনোভাব ইতিবাচক। আশা করছি, শাকিব খানের ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত হতে যাচ্ছে।’
গতকাল রোববার বিকাল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে দুঃখপ্রকাশ করেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় তিনি সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা চান। তারই প্রেক্ষিতে আজ এক জরুরি সভা ডাকা হয়।
সভায় চিত্রনায়ক শাকিব খানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে একই ঘটনায় বাতিল করা পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ পুনর্বহালের বিষয়ে কোন আলোচনা হয়নি। পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে জানানো হয়।