বকশীগঞ্জে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu



জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ 

জামালপুরের বকশীগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী ও নারী নেতৃত্ব সৃষ্টি করা এবং তাদের জীবনমান উন্নয়নে দক্ষতা অর্জনের লড়্গ্যে কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বকশীগঞ্জ শাখা কার্যালয়ে শনিবার দিনব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মুহাম্মদ ইদ্রিস ।

বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক খন্দকার আমিরম্নল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমে এসময় বক্তৃতা করেন বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক ,



 উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, পলস্নী উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ জোনের প্রিন্সিপাল অফিসার শামীম সিদ্দিকী, কেন্দ্র প্রধান আজিজুন্নাহার ময়না, রাশেদা পারভীন প্রমুখ।

উক্ত প্রশিড়্গণ কর্মসূচিতে ১১১ টি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধান গণ উপসি'ত ছিলেন।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের পলস্নী উন্নয়ন প্রকল্পের বকশীগঞ্জ শাখার ইনচার্জ মাজহারম্নল ইসলাম।

জানা গেছে, বর্তমানে এই শাখায় পলস্নী উন্নয়ন প্রকল্পের ৪ হাজার ৫৩জন রয়েছে। এরমধ্যে বিনিয়োগ গ্রাহক রয়েছে ২ হাজার ৮২৯ জন। বিনিয়োগ করা হয়েছে ১৫৯৭.৪৪ কোটি টাকা।

 বিনিয়োগ সি'তি রয়েছে ১৩৮৩.৪৪ কোটি টাকা।
২৩ জনকে ২ লড়্গ ৯৪ লড়্গ টাকা বিনিয়োগ মওকুপ সহায়তা দেয়া হয়েছে । এছাড়াও ৯২০ জন শিড়্গার্থীর মাঝে পুরস্কার বিতরণ, ২৭ জনকে চিকিৎসা সহায়তা, নবজাতক সনত্মানদের উপহার দেয়া হয়েছে ১৩ জনকে। প্

রকল্পের সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে ১৬ হাজার ৩৯৫ টি। শাখার তত্ত্বাবধানে ২ টি মক্তব ও ২ টি বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top