কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে মাধ্যমিক বিদ্যালয় সমূহের পিবিএম কার্যক্রম জোরদার করণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী জেলা শিক্ষা অফিসের উদ্যোগে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম। জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মোঃ খলিলুর রহমান, গবেষণা কর্মকর্তা কামরুন নাহার, পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইনচার্জ আ. ফ.ম রুহুল হক প্রমূখ।
এতে জেলার সকল উপজেলার মাধ্যমিক শিক্ষা ও সহকারী শিক্ষা কর্মকর্তা সহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।