জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ,
“গাছ লাগাই ,পরিবেশ বাচাই, সেস্নাগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা গাজী আহাদুজ্জামান সড়কের দুই পাশে রোপন করা হলো ১৫ শ বিভিন্ন প্রজাতির গাছের চারা।
শুক্রবার সকালে নঈম বাজার হতে আলীরপাড়া কলেজ পর্যন্ত আড়াই কিলোমিটার সড়কে ফলজ, বনজ ও ওষুধি গাছের
চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন ঐতিহ্যবাহী গাজী পরিবারের সন্তান ও বরিশালের জেলা প্রশাসক ড.গাজী মো. সাইফুজ্জামান।
গাজী পরিবারের পৃষ্ঠপোষকতায় ও আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে সামাজিক বনায়নের এ কর্মসূচিতে আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান,
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) গাজী মো. আলতাফুজ্জামান, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক,
আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যড়্গ হেলাল উদ্দিন খান, ওসি (তদন্ত) মো. রম্নবেল মাহমুদ, আমিন মোহাম্মদ গ্রুপের এজিএম গাজী মো. আজাদুজ্জামান,
বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু , আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের দাতা সদস্য মনোয়ারা বেগম ,
বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. হোসেন আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ,
বগারচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মমতাজ উদ্দিন সহ এলাকার সুধীজন , আলহাজ আমানুজ্জামান মডার্ন কলেজের শিড়্গার্থীরা অংশ নেন।