জিএম ফাতিউল হাফিজ বাবু,বকশীগঞ্জ ঃ
জামালপুরের বকশীগঞ্জের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের ২০১৭-২০১৮ শিড়্গাবর্ষের একাদশ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে।
শনিবার উক্ত কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন আমিন মোহাম্মদ গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী আলহাজ গাজী মো. আমানুজ্জামান।
এতে উদ্বোধক ছিলেন কলেজের দাতা সদস্য মনোয়ারা বেগম।
কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজী পরিবারের সনত্মান ও বরিশালের জেলা প্রশাসক ড.গাজী মো. সাইফুজ্জামান,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) গাজী মো. আলতাফুজ্জামান, কলেজের সাংগঠনিক কমিটির সদস্য গাজী মো. আজাদুজ্জামান,
বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, মাহমুদা বেগম , জমি দাতা গাজী মো. মাঈদুল হক, লাকি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষবৃন্দ, শিক্ষার্থীবন্দ , অভিভাবক ও সাংগঠনিক কমিটির সদস্যবৃন্দ উপসি'ত ছিলেন ।
নবীন বরণ অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত কলেজের প্রভাষক পাবেল মিয়া ।