সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও ঝড়ে ক্ষতিগস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবারও সাধুরপাড়া ইউনিয়নে দুটি পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
ঢেউটিন বিতরণকালে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সুপারভাইজার বোরহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৭৬ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ হবে।