বকশীগঞ্জে শব্দ দুষনে অতিষ্ঠ মানুষ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:  জামালপুরের বকশীগঞ্জে শব্দ দুষনে অতিষ্ঠ হয়ে পড়েছে শহরবাসী। শব্দ দুষন রোধে কোন প্রতিকার না থাকায় সাধারণ মানুষের মধ্যে দূভোগের সৃষ্টি হয়েছে। উপরোন্ত দিন দিন এর মাত্রা বেড়েই চলেছে।

সরেজমিনে দেখো গেছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বকশীগঞ্জ পৌর শহরে প্রায় অর্ধশত প্রচারম্যান হাইড্রোলিক মাইক, বাস-ট্রাক, ভটভটি, অটোরিকশার হর্ণের আওয়াজে শব্দ দুষন হচ্ছে।

বিশেষ করে বৃহস্পতিবার হলে শব্দ দুষনের মাত্রা আরো বেড়ে যায়। শুক্রবার করে বিভিন্ন স্থান থেকে আগত ডাক্তারদের আগমন উপলক্ষ্যে এক শ্রেণির অসাধু ওষুধ ব্যবসায়ীরা ব্যবসায়ী মনোভাব নিয়ে মাইকের মাধ্যমে প্রচারণা চালিয়ে থাকে।

এতে করে বেপরোয়া হয়ে যায় শব্দ দুষনকারীরা। মাইকের আওয়াজে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে।

শহরের প্রাণ কেন্দ্রে অবসি'ত বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা বিদ্যালয়, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্ল্যাহ কলেজ, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা,
বকশীগঞ্জ উত্তর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান সড়কের পাশে হওয়ায় শব্দ দুষনের প্রভাব শিক্ষার্থিদের উপরেও পড়ছে।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রাইভেটকার স্ট্যান্ড হওয়ায় রোগীরাও রয়েছে শব্দ দুষনের ঝুঁকিতে । এছাড়াও বিভিন্ন যন্ত্র দানবের বিকট শব্দ দুষনের শিকার হচ্চে পথচারী ও সাধারণ মানুষ।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিবরুল বারী জানান, শব্দ দুষনের কারণে প্রতিনিয়ত মানুষ বধিরতা, হার্ডের সমস্যায় পড়ছে।

হাসপাতলের সামনে , স্কুল-কলেজের সামনে হর্ণ বাজানো নিষেধ করা হলেও শব্দ দুষনকারীরা আদৌ তা মানেন না। এজন্য সাইনবোর্ড, স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান এই কর্মকর্তা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক জানান, মানুষের ক্ষতি করে প্রচার-প্রচারণা চালিয়ে শব্দ দুষন করা কাম্য নয়। শব্দ দুষনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top