বকশীগঞ্জে ভেজাল সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে একটি অনুমোদনহীন সেমাই তৈরির কারখানায় ও কনটেইনার রেখে রাস্তা দখল করে দুর্ভোগ সৃষ্টি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান সিদ্দিক।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের দড়্গিণ বাজার এলাকার আবুল মিয়ার ছেলে দুলাল মিয়া অনুমোদন ছাড়াই সেমাই কারখানায় সেমাই তৈরি করে বিভিন্ন স'ানে সরবরাহ করে আসছে। এতে ভোক্তা অধিকার সংরড়্গণ আইনের পরিপন্থী ।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক দুলাল মিয়ার বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 ঘটনার সত্যতা পেয়ে কারখানা মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।


একই দিন শহরের মধ্যবাজার সনেত্মাষ সাহার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কনটেইনার রেখে রাস্তা দখল করে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি করায় দোকান মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top