জামালপুরের বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল উপলড়্গে এই সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

সামাজিক সংগঠন ও অরাজনৈতিক এই সংগঠনের ইফতার মাহফিলে বিভিন্ন কলেজ ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন পেশার সঙ্গে জড়িত সদস্যদের মধ্যে মিলন মেলায় পরিণত হয়।
বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের সভাপতি ডা. মেহেদী মোস্তাকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান তারেক,
সাধারণ সম্পাদক আরমান শরীফ আকাশ, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার মুরাদ, কো-অর্ডিনেটর মাহবুব শিশির ,
উপদেষ্টা মোস্তফা মোর্শেদ, ওমর ফারুক রঞ্জুু, মোতাসিম বিলস্নাহ ইমরান ,রাকিবুল ইসলাম, মো. নরুল্লাহ , জামিল প্রমুখ।
উলেস্নখ্য এর আগেও বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ , গরিব মেধাবী ছাত্রদের বই ও পোশাক বিতরণ করা হয়।