পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জামালপুর পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম গত ২৩.০৬.২০১৭ শুক্রবার সমাজের আলোচিত অবহেলিত হিজড়া সম্প্রদায়ের মাঝে টাঙ্গাইলের তাঁতের শাড়ি বিতরণ করেন।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, সহকারী পুলিশ সুপার ইউনুছ আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম, জেলা হিজড়া পুনর্বাসন কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, সিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ুরী।
অনুষ্ঠানে অর্ধশতাধিক হিজড়া পুলিশ সুপারের হাত থেকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পেয়ে আনন্দিত। তারা জেলা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।