মিঠু আহমেদ,জামালপুর ॥
জামালপুর জেলার মেলান্দহ থানাধীন শিহাটা বাজারস্থ জিয়ারম্নল,পিতা মছির এর মনোহারী দোকানের সামনের পাকা
রাসত্মার উপর একজন জালটাকা সহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ডিবিপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান এর নেতৃত্বে এস আই মিন্টু চন্দ্র, এ এস আই দিদারম্নল ইসলামসহ সঙ্গিফোস,
৫০০ টাকার ৬১টি জালনোটসহ কোচনধারা গ্রামের মৃত কেরামত উলস্নার পুত্র আঃ জুব্বার শাহিদার (৪৫)কে গ্রেফতার করে।
এ নিয়ে গত ২৯ জুন পুলিশসুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার ইউনুছ আলী মিয়া, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান বলেন, জুন মাসে ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ বিশেষ
অভিযান চালিয়ে মোট ৯১ হাজার ৫শত জাল টাকা উদ্ধার করে এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে শহীদুলস্নাকে গ্রেফতার কয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।