কুড়িগ্রামে পৌরসভার রাস্তার ইট অবৈধ ভাবে উঠানোর হিরিক

G M Fatiul Hafiz Babu


কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০

কুড়িগ্রাম পৌরসভা ৬ নং ওয়ার্ড ভেলাকোপায় কুড়িগ্রাম পৌরসভা কর্তৃক তৈরী জনগনের যাতায়তের সুবিধার জন্য রাস্তার ইট অবৈধ ভাবে উঠানোর হিরিক।

ফলে সংকুচিত হয়ে রাস্তাটি পড়েছে। তবুও নিবর কুড়িগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ। সরে জমিন গিয়ে জানা যায়, বর্তমান পৌরমেয়র আব্দুল জলিল এর সফলতা বিলিন করার উদ্দেশে উচ্ছশৃঙ্খল বেপড়োয়া একদল লুটপাট কারি প্রকাশে এসব কাজ জড়িত।

 এনিয়ে উক্ত এলাকাবাসীর মাঝে চরম ক্ষোপ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে কোন মুর্হুতে এই নিয়ে দন্ড বাজতে পারে।

 এ ব্যাপারে সাবেক কাউন্সিলর রবিউল আলম সাংবাদিকদের জানান রাস্তার দুই পাশের হিরিং (ইট) ইচ্ছামতো উত্তোলন করে অর্থের বিনিময়ে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অংকের টাকা

 এ অবৈধ কাজে জড়িত রেহেনা বেগম স্বামী আইনুল হক, হেলেনা বেগম স্বামী আমিনুল হক, খোতেজা বেগম স্বামী মৃত: আজিজল হক, রেজাউল হক পিতা: আমিনুল হক, সুজন পিতা: মৃত-আজিজুল হক, সুমন পিতা মৃত: আজিজুল হক, যার সাক্ষী আলহাজ্ব আব্দুল সালাম, মো: আবুল হোসেন, মোঃ সালাম মিয়া।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top