সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেরুরচর ইউনিয়নের হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
উক্ত সমাবেশে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) রায়হান আহমেদ,
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী নূরুল আমিন ফোরকান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি ওই বিদ্যালয়ে সততা স্টোর নামে একটি দোকান উদ্বোধন করেন ।
দুর্নীতি বিরোধী সমাবেশে ও সততা স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক বৃন্দ, স্থানীয় এলাকাবাসী উপসি'ত ছিলেন।