বকশীগঞ্জে শোক দিবসে অংশ না নেয়ায় মৎস্য কর্মকর্তাকে শোকজ নোটিশ!

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ১৫ আগস্ট মহান জাতীয় শোক দিবসে অংশ গ্রহণ না করায় তোলপাড় শুরু হয়েছে। জাতীয় কর্মসূচিতে তিনি অনুপসি'ত থাকায় দেয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।

 এছাড়াও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে যোগ না দেয়ায় ড়্গোভের সৃষ্টি হয়েছে খোদ প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী ও সুধীজন মহলে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা জাহান জাতীয় কোন কর্মসূচিতেই অংশ নেন না বলে প্রশাসনের কর্মকর্তারাই নিশ্চিত করেছেন।
তার একরোখা কর্মকান্ডে সাধারণ মৎস্যচাষী থেকে শুরম্ন করে জনপ্রতিনিধিরাও ক্ষুব্ধ রয়েছে।

জানা গেছে, জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকীতে যোগ দেননি উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা জাহান।

 এবার বকশীগঞ্জে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।

 স্থানীয় সংসদ সদস্য সহ সকল কর্মকর্তা কর্মচারী ও আওয়ামলী লীগের নেতা কর্মীরা শ্রদ্ধাভরে জাাতির জনককে স্মরণ করলেও উপজেলা মৎস্য কর্মকর্তা ছিলেন অনুপসি'ত। তার বিরুদ্ধে পূর্বে অনেক জাতীয় দিবসে অনুপসি'ত থাকার অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক জানান, জাতীয় দিবসে অনুপসি'ত থাকার বিষয়টি খুবই দুঃখ জনক ।

 তাকে বার বার অনুরোধ করেও অনুষ্ঠানে না পেয়ে আমরা হতবাক হয়েছি। এ জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা জাহানের সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top