
কুড়িগ্রামে বন্য দূর্গত এলাকায় পীর সাহেব চর মোনাই এর পক্ষ থেকে বানভাসি প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন। গতকাল সোমবার সকাল ১০.৩০ মিনিট কুড়িগ্রাম ধরলা সেতুন পূর্বদিকে সংলগ্ন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রিয় সহা সচিব অধক্ষ্য ইউসুস আহমেদ। এ সময় ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান। সাধারণ সম্পাদক শেক নুর মোহাম্মদ, যুব নেতা হাফেজ মোমিনুল ইসলাম ও আসাদুজ্জান রিপন। এবং ছাত্রনেতা শরীফুজ্জামান সিদ্দিকী কুড়িগ্রাম, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক ডাঃ জি এম ক্যাপ্টেন, সাংবাদিক রাশেদুল ইসলাম প্রমূখ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যা শুরুর প্রথম থেকেই আজ অবধি দফায় দফায় পর্যায় ক্রমে কুড়িগ্রাম সদও সহ ৯ টি উপজেলায় বর্ন্যাদূর্গত মানুষের মাঝে নগত টাকা ও ত্রাণ বিতরণ করেন।