বকশীগঞ্জের মেরুরচরের শিশুদের মাঝে বিস্কুট ও বানভাসিদের মাঝে ত্রাণের চাল বিতরণ

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ বন্যায় মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যায় চরম দুর্ভোগ শুরু হয়েছে । তাই এসব বন্যা কবলিত এলাকায় ত্রাণের প্রয়োজন পড়েছে। তবে প্রশাসনের পড়্গ থেকে ত্রাণ পৌছে দেয়া হচ্ছে বান ভাসিদের মাঝে।
 
শুক্রবার মেরুরচর ইউনিয়নের মাদারের চর , মাইছানির চর , ঘুঘরা কান্দি, ভাটি কলকিহারা, উজান কলকিহারা,

 চর আইরমারী এলাকার বন্যা কবলিত এলাকার বানভাসি মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিশুদের জন্য পুষ্টিকর বিস্কুট সরবরাহ করা হয়েছে।

ত্রাণ ও বিস্কুট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক। এসময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন ফোরকান,

মেরম্নরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ ও স্থানীয় ইউপি সদস্যরা উপসি'ত ছিলেন ।


মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ বলেন, প্রশাসনের সঙ্গে  আমরাও বানভাসিদের পাশে রয়েছি। যতদিন বন্যার পানি থাকবে ততদিন সরকারের দেয়া ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে পৌছে দেয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top