ফুলবাড়ীতে ১২১ প্রতিবন্ধী শিক্ষার্থী পেল অনুদানের চেক

G M Fatiul Hafiz Babu



কুড়িগ্রাম প্রতিনিধি, তারিখ ঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীউপজেলার ১২১ প্রতিবন্ধী শিক্ষার্থীকে সমাজকল্যাণ মন্ত্রণালায় প্রদত্ত উপ বৃত্তির৪ লাখ ৪২ হাজার টাকার অনুদানচেক প্রদানকরাহয়েছে।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকপর্যায়ের শিড়্গার্থীদের মাঝে এসব চেক বিতরণকরাহয়।৮ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলাক্যাম্পাস চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ কার্যক্রম শুরু করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা  দেবেন্দ্র নাথ উরাঁও।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যানরফিকুলইসলাম, মহিলাভাইস চেয়ারম্যান আর্জিনা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবররহমান,

 উপজেলাসমাজ সেবাকর্মকর্তা আব্দুলমজিদ, বড় ভিটা ইউনয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  সামছুন্নাহার বেগম,উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকসহএলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

চেক প্রদানকালে উপজেলা নির্বাহীকর্মকর্তা বলেন, প্রতিবন্ধীদেরঅনুদানেরটাকাঅত্যনত্ম স্বচ্ছতার সহিত বিতরণ করা উচিত।

 এ সময়তিনিপ্রতিবন্ধীশিড়্গার্থীদেরঅভিভাবকেরহাতেঅনুদানের চেক তুলে দেওয়ারজন্য উপজেলাসমাজ সেবাঅফিসকেনির্দেশ প্রদানকরেন।

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top