
মোঃ শাহ আলম সিদ্দিক্ব, শেরপুর, বগুড়া: ১৮-০৯-২০১৭ সোমবার বিকাল ০৩ঘটিকায় ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন বগুড়া জেলা গাবতলি থানার অন্তর্গত নেপালতলি ইউনিয়নের ০৩নং ওর্য়াডের উদ্যোগে এমডি ও চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবিতে সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র থানার সম্মানিত সদস্য মো. রফিকুল ইসলাম ও সমসাময়িক নানা বিষয়ে বিশেষ বক্তব্য প্রদান মো. নান্টু মিয়া সদস্য, ডিএসএমএফ গ্রীন গাবতলি, বগুড়া।
এছাড়াও অত্র ইউনিয়নের কমিটিবৃন্দ, ডেসটিনি ২০০০লি. এর সাধারণ ক্রেতা, পরিবেশকগণ উপস্থিত ছিলেন।
ডেসটিনিতে সকল বিনিয়োগ সঠিক ভাবে সংরক্ষিত আছে, উল্লেখ করে বক্তারা বলেন যে, ডেসটিনি কর্তৃক আমরা প্রতারিত নয়। মেয়াদ শেষ না হওয়া অবধি টাকা ফেরত চাই না মর্মে দাবি তোলেন তারা। সাংগঠনিক ভাবে কার্যক্রম শক্তিশালী করতে ইউনিয়নের ভুমিকা তুলে ধরা হয়।
২২ই সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঈদ পুর্ণমিলনী প্রোগ্রাম সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহিত হয় এবং তা বাস্তবায়ন করতঃ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করা হয়।
পরিশেষে এমডি ও চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়। সভাপ্রধান শ্রীমতী বিনা রানী’র বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।