বকশীগঞ্জে ইএসডিও সৌহার্দ্য কর্মসূচি-৩ এর উদ্যোগে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

G M Fatiul Hafiz Babu



জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ ঃ

ইএসএআইডি এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে , কেয়ার বাংলাদেশ এর সহায়তায় ইএসডিও সৌহার্দ্য কর্মসূচি-৩ এর বাসত্মবায়নে জামালপুরের বকশীগঞ্জে ৪০ জন নারী-পুরুষকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বগারচর ইউনিয়নের কর্ম এলাকার বিভিন্ন গ্রামের দরিদ্র ও অতিদরিদ্র সদস্যকে ২১ দিনের প্রশিক্ষণ শেষে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সুবিধা ভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন বগারচর ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল করিম ও ইএসডিও সৌহার্দ্য কর্মসূচি-৩ এর এগ্রিকালচার এন্ড লাইভলিহুড প্রকল্পের টেকনিক্যাল অফিসার (টিও) মো. আফতাব হোসেন ।

এসময়  ইএসডিও সৌহার্দ্য কর্মসূচি-৩ এর মার্কেট ফ্যাসিলিটেটর মে. রফিকুল ইসলাম প্রমুখ উপসি'ত ছিলেন।


এসব সুবিধাভোগীদের জীবন জীবিকার মানোন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিক করার লড়্গ্যে এসব নারী পুরুষকে প্রশক্ষণ প্রদান করা হয়। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top