সেক্রিফাইস বাংলাদেশ ত্রাণ বিতরণ করলন রোহিঙ্গাদের

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

আত্মত্যাগের এক অনন্য নাম স্লোগান নিয়ে সাম্প্রতিক সময় প্রতিষ্ঠা পাওয়া 'সেক্রিফাইস বাংলাদেশ ' এবাররোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
 গত দিবাগত রাতে বকশীগন্জ থেকে  ট্রাক যোগে রওনা হয় সেক্রিফাইস বাংলাদেশ টিম। প্রায় টানা ৩২ ঘন্টা জার্নি শেষে উখিয়ায় গিয়ে পৌঁছায়।

  পরে প্রশাসনিক সহায়তায় রোহিঙ্গাদের মাঝে প্রায় এক হাজারের অধিক ত্রাণ বিতরণ করা হয়।   যার মধ্যে চাল, ডাল,চিনি, চিড়া, মুড়ি,ও

শিশুদের খাবারের গুড়া দুধ, বিস্কট ফ্রেশ পানি সহ প্রতি ত্রাণের প্যাকেটে দশটি করে ওরস্যালাইনের প্যাকেট দেওয়া হয়।মায়ানমার সেনাকর্তৃক নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীরাপ্রায় ৫ লাখের অধিক নাফ নদী দিয়ে কক্সবাজারেরর
উখিয়ায় প্রবেশ করে।

যাদের জীবনব্যবস্থা খুবই করুণ অবস্থায় কাঁটছে। যে কারনে টিম সেক্রিফাইস সিদ্ধান্ত নেই রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর। সেই লক্ষ্যেই তারা উখিয়ায় যায়। এদিকে সেক্রিফাইসের সাহসী উদ্যেগের জন্য বকশীগঞ্জবাসী সেক্রিফাইস এর ভূয়সী প্রশংসা করেন।

 সেক্রিফাইস সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেক্রিফাইস প্রেসিডেন্ট এইচ, এম, সুলতানুল আরেফীন বলেন, সেক্রিফাইস বাংলাদেশ
টিম মূলত গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এর উথান। বিশেষ করে যেসব স্টুডেন্টরা টাকার অভাবে বই কিনতে পারেনা ফরম ফিলআপ করতে পারেনা।

 তাদের পাশে থাকায় সেক্রিফাইস এর কাজ। তিনি আরও বলেন, সেক্রিফাইস যেহেতু সেচ্ছাসেবী সংগঠন সেহেতু দলমত নির্বিশেষে  সবাইকে সেক্রিফাইসের প্লাটফর্মে আসার আহবান
জানান তিনি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top