
জামালপুরের বকশীগঞ্জে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলড়্গে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা পৌছে দিতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুুদুল আলম বাবু।
সোমবার দুপুরে তিনি উপজেলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় কালে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ ।
তাই আমরা হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে পাশে রয়েছি। তিনি আরো বলেন আপনাদের সংবাদ প্রচারের মাধ্যমে আমি বকশীগঞ্জ উপজেলার সকল হিন্দু ভাই বোনদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।
এসময় সাংবাদিকদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উলস্নাহ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু,
সহসভাপতি রাজ্জাক মাহমুুদ,সাংবাদিক সাইফুল ইসলাম , সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক আফজাল শরীফ উপসি'ত ছিলেন।