
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস'্য কমপেস্নক্সে ৬০ হাজার টাকা মূল্যের ওষুধ হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক শনিবার বিকালে উপজেলা স্বাস'্য কর্মকর্তা ডা. নুরুল আলমের হাতে এসব ওষুধ হস্তান্তর করেন।
জানা গেছে, সম্প্রতি বয়ে যাওয়া বন্যা কবলিত এলাকার মানুষের চিকিৎসার জন্য বিএএফ শাহীন কলেজের ৯০
ব্যাচের শিক্ষার্থী এবং আরো কয়েকজন ব্যক্তি খাবার স্যালাইন সহ ৬০ হাজার টাকার বিভিন্ন মূল্যবান ওষুধ বকশীগঞ্জ ইউএনও’কে প্রদান করেন।
এই ওষুধ গুলো বিভিন্ন এলাকার মানুষের চিকিৎসার জন্য স্বাস'্য কমপেস্নক্স কর্তৃপড়্গের নিকট হস্তান্তর করা হয়।
ওষুধ হস্তান্তরকালে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. নুরুজ্জামান,
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, মেডিক্যাল অফিসার ডা.মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু,সাংবাদিক রাশেদুল ইসলাম রনি উপসি'ত ছিলেন।
উপজেলা স্বাস'্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম জানান, বিভিন্ন ব্যক্তিদের কাছে পাওয়া ওষুধ গুলো স্বাস'্য কমপেস্নক্স সহ বিভিন্ন ইউনিয়নের উপ-স্বাস'্য কেন্দ্রে দেয়া হবে।