বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ' ব্রীজ ও রাস্তার উন্নয়ন বিষয়ে আবুল কালাম আজাদ এমপির মতবিনিময়

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ  ব্রীজ ও গ্রামীণ রাস্তার পুনঃনির্মাণ ও দ্রুত সংস্কার , নবগঠিত বকশীগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, আশ্রয় কেন্দ্র পুনঃনির্মাণের জন্য করার উদ্যোগ নেয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ।

 রোববার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই মতবিনিময় সভায় এসময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,

 উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ওসি (তদনত্ম) রম্নবেল মিয়া,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, বকশীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক নেপাল চন্দ্র সাহা প্রমুখ উপসি'ত ছিলেন।

মতবিনিময় সভায় আবুল কালাম আজাদ এমপি বন্যায় ক্ষতিগ্রস্থ' ইউনিয়ন গুলোর বিভিন্ন গ্রামের বিধ্বসত্ম রাসত্মা ও ব্রীজ নির্মাণের জন্য স্ব স্ব বিভাগের কর্মকর্তাদের প্রকল্প তৈরির নিদের্শ দেন।

 এসব রাসত্মা ও ব্রীজ দ্রম্নত নির্মাণ করে জনগণের দুর্ভোগ লাঘবে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০ টায় আবুল কালাম আজাদ এমপি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে  খাতেুমন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করেন।

 এসময় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ প্রায় ২ শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে তাকে স্বাগত জানান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top