বাংলাদেশ-ভারত বন্ধুত্বপুর্ণ সম্পর্ক উন্নয়নে কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত

G M Fatiul Hafiz Babu



কুড়িগ্রাম প্রতিনিধি ঃ

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপুর্ণ সম্পর্ক উন্নয়নের লক্ষে কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাঘভান্ডার সীমান্তের বাঘভান্ডার হাইস্কুল মাঠে এ ভলিবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশের ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ভারতের ১০১ বিএসএফ ব্যাটালিয়ন অংশ নেয়।

প্রতিদ্বন্দীতাপুর্ণ এ ম্যাচে বিজিবি ২৫-১১ ও ২৫-১৮ সেটে বিএসএফ দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী।

এসময় বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন, বিএসএফ’র কোচবিহার সেক্টরের ডিআইজি সি এল বেলওয়া, ১০১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার বিক্রম কুনওয়ার, ৪২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার সারজ কুমার সিং,

 ৯৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সুনিল কুমার সিং ও ৩৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার রাজওয়ান সিং ঠাকুর।

বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন, বিজিবি’র রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালামা আজাদ, বিজিবি’র ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল আউয়াল উদ্দিন আহমেদ,

 ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোর্শেদ, ৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মাহফুল উল বারী, ৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল হাসান ও ২২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুল হামিদ।

খেলা শেষে স্থানীয় সীমান্তবাসীর সাথে জনসচেতনতামূলক আলোচনা করেন দু’দেশের সেক্টর কমান্ডারগণ।

খেলার আগে সীমান্তের অভিন্ন সমস্যা নিয়ে বাঘভান্ডার হাইস্কুল মাঠে সেক্টর কমান্ডার পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top