
বাংলাদেশ শ্রম আইনের নবম অধ্যায় এর ১৪৪ ধারার বিধান মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান সিদ্দিক বৃহস্পতিবার এমন নির্দেশনা দিয়েছেন।
উপজেলা শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ী নেতাদের মাধ্যমে উপজেলার সকল সকল দোকান মালিক ও কর্মচারীদের অবগত করা হয়।
জানা গেছে, উপজেলা প্রতিষ্ঠার পর থেকে দোকান কর্মচারী শ্রমিকরা শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়ে আসলেও দোকান মালিকরা তা না মেনে চালু রাখে ।এতে করে দোকান কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ ব্যাহত হয়।
দোকান মালিকরা প্রভাবশালী হওয়ায় দীর্ঘ দিনেও দোকান কর্মচারীদের দাবি মেনে নেয় নি স্থানীয় ব্যবসায়ীরা।
অবশেষে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিকের হস্তক্ষেপে প্রতি শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে সমঝোতায় আসে ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিক জানান, শ্রম আইনের বিধান মতে প্রতি শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে । যারা এ বিধান লংঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।