বকশীগঞ্জে সরকারি জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার পুরাতন গরুহাটি এলাকায় খাস জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

উপজেলা ভূমি দপ্তর সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীরা পুরাতন গরুহাটির খাস খতিয়ানের ৪৫ শতাংশ জমি দখল করে বিভিন্ন দোকান, ওয়েল্ডিং কারখানা , বসতঘর নির্মাণ করে ।

এই জমি নিজেদের দাবি করে স্থানীয়রা আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলার পর সম্প্রতি বিজ্ঞ আদালত অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে রায় দেন।

 রায়ের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অবশেষে দখলমুক্ত হলো পুরাতন গরুহাটির সরকারি জমিটি।

এসময় বকশীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুুর গনি, সার্ভেয়ার সাইফুল ইসলাম, বকশীগঞ্জ পৌরসভার সচিব নুরুল আমিন উপস্থিত প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top