বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

G M Fatiul Hafiz Babu

1234
সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার বিজয় দিবস উপলক্ষে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কুচকাওয়াজ, ডিসপ্লে ও বীর মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ৯ টায় অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ ও পাতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

 এসময় ইউএনও আবু হাসান সিদ্দিক , উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ, ওসি আসলাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
2525

বেলা ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন ওসি আসলাম হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন,

জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ মেডিসিন, বশির আহমেদ বীর প্রতীক, জহুরুল হক মুন্সী বীর প্রতীক (বার), নুর ইসলাম বীর প্রতীক,

 বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, মুক্তিযোদ্ধা আমিনুল হক , মুক্তিযোদ্ধা সুহ্রদ জাহাঙ্গীর প্রমুখ।

বিজয় দিবসের অনুষ্ঠানে পুুলিশ সদস্য, আনছার সদস্য ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বীরমুক্তিযোদ্ধা , সুধীজন, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।

এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক ভাবে মহান দিবস পালিত হয়েছে।

এছাড়াও বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে, বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন  কলেজে ও চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।


এর আগে শনিবার সকাল সাড়ে ৬ টায় বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পন করে বিভিন্ন সংগঠন।
525555

প্রথমে উপজেলা প্রশাসন,বকশীগঞ্জ পৌরসভা, বকশীগঞ্জ সাব-রেজিস্ট্রার, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জনকল্যাণ সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বকশীগঞ্জ হিন্দু কল্যাণ পরিষদ শ্রদ্ধা নিবেদন করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top