
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্বাবধায়নে এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সপ্তাহ ব্যাপি বাংলাদেশ যুব গেমস প্রতিযোগিতার আন্ত:উপজেলা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আমিন আল পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হাসান লোবান, নির্বাহী সদস্য কাজিউল ইসলাম, এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
সমাপনী দিনে কুড়িগ্রাম সদর উপজেলা ক্রীড়াদল ও নাগেশ্বরী উপজেলা ক্রীড়া দলের মধ্যে সদর উপজেলা ৫-৪ গোলে বিজয়ী হয়।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় জেলার ৯ উপজেলার উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অংশগগ্রহনকারী খেলোয়াড়রা অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।