
কুড়িগ্রাম জেলা প্রশাসন পৌরসভার সহযোগিতায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পৌরসভার ময়লা ফেলার পুকুরটিকে পরিস্কারের উদ্যোগ নিয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান পরিত্যক্ত নোংরা পুকুরটি আনুষ্ঠানিকভাবে পরিস্কারের সুচনা করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, মেয়র আব্দুল জলিল, সদর ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ।
জেলা প্রশাসকের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত প্রায় এক একর পরিমাণের পুকুরটি পরিষ্কার করে শাপলা ফুল লাগানোর প্রকল্প হাতে নেয়া হয়। যার নামকরণ করা হয়েছে ‘পদ্মপুকুর’। পুকুরটি পরিষ্কারের সময় জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস, পৌরসভা, স্কাউটস, রোভার স্কাউটসসহ বিভিন্ন সংগঠনের লোকজন অংশগ্রহন করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।