
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের ধরলা ব্রীজের পুর্বপাড় থেকে ৫ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুল ব্যাগ হাতে করে ধরলা ব্রীজ পার হয়ে শহরের আসার সময় তাকে আটক করে পুলিশ। পরে তার ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী মোঃ হৃদয় হোসেন এর বাড়ি পাবনার বেড়া উপজেলার বেড়া ইউনিয়নের মোত্রবাঁধা গ্রামে। সে মোঃ চাদ মিয়ার পুত্র বলে জানায় পুলিশ।
এব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহান জানান, আটক মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন নাগেশ্বরী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫ কেজি গাঁজা স্কুল ব্যাগে নিয়ে যাচ্ছিল। এসময় ধরলা ব্রীজের পুর্বপাড় থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।