বকশীগঞ্জে অবসরপ্রাপ্ত চাকরীজীবীদের বিশ্রামাগার উদ্বোধন

S M Ashraful Azom
Abu Hasan Siddiqui

সেবা ডেস্ক:  জামালপুরের বকশীগঞ্জে অবসরপ্রাপ্ত চাকরীজীবীদের জন্য বিশ্রামাগার  (পেনশনার সেড) উদ্বোধন করা হয়েছে।

জামালপুর জেলা পরিষদ ও উপজেলা পরিষদের অর্থায়নে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চত্বরে নবনির্মিত বিশ্রামাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এবং উপজেলা অবসরপ্রাপ্ত চাকরীজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা. জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা অবসরপ্রাপ্ত চাকরীজীবী কল্যাণ সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী , সাবেক শিক্ষক কুব্বাছ আলী মাস্টার ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অবসরপ্রাপ্ত চাকরীজীবীরা উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার অবসরপ্রাপ্ত চাকরীজীবীদের জন্য প্রতি মাসে তার ভাতা থেকে পাঁচ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন । একই সাথে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বিশ্রামাগারের জন্য একটি ৩২ ইঞ্চি টেলিভিশন প্রদানের ঘোষণা দেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top