‘একবারের বজ্রপাতে মারা গেলেন ১৬জন,হাসপাতালে ১৫০জন’

Seba Hot News
‘একবারের বজ্রপাতে মারা গেলেন ১৬জন,হাসপাতালে ১৫০জন’
সেবা ডেস্ক: -রোয়ান্ডার গির্জায় একটি মাত্র বজ্রপাতে ১৬ জন মারা গেছেন, আর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত ১৪০জন মানুষ। ঘটনাটি ঘটেছে শনিবার রোয়ান্ডার দক্ষিণে পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট চার্চে।

 স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস, যেমন বজ্রপাত নিরোধক দণ্ড নেই।এ কারণেই ভয়াবহ এই প্রাণহানির ঘটেছে।

স্থানীয় প্রায় সব গির্জা একই পরিস্থিতিতে রয়েছে। দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রোয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দ দূষণ প্রতিরোধে ব্যর্থ হবার দায়ে ৭০০র বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে সচেতনতাও অনেক কম রয়েছে
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top