সাপাহারে জাতীয় শিশু দিবস উদযাপন

S M Ashraful Azom
Celebrate National Children's Day in Sapahar

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “বঙ্গবন্ধুর জন্মদিন রং ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে স্বাধীন বাংলাদেশের স্থপতি ,বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগের সাপাহার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: ইফতেখারুল আলম খান, কৃষি অফিসার এএফএম গোলাম ফারুক হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন মহলের গর্ণমান্য ব্যাক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষীকা ও ছাত্র-ছাত্রীরা র‌্যালীতে অংশগ্রহণ করে।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top