`সৌদি আরবের যুবরাজ সালমানকে অস্ত্র কেনার আহবান ট্রাম্পের'

Seba Hot News
`সৌদি আরবের যুবরাজ সালমানকে অস্ত্র কেনার আহবান ট্রাম্পের'
সেবা ডেস্ক: - সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেছেন। মঙ্গলবার তাদের মধ্যে এই বৈঠক হয়েছে।

 সৌদি যুবরাজকে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে অস্ত্র কেনার আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া যুক্তরাষ্ট্রে বিনিয়োগের আহবান জানান ট্রাম্প।

 ডোনাল্ড ট্রাম্প বলেন, 'সৌদি আরব সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পদ ভাগাভাগি করে নেবে। সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করলে মার্কিন জনগণের কর্মসংস্থান বাড়বে।'

তিনি বলেন, 'সৌদি অস্ত্র ক্রয়ের কারণে শত শত কোটি ডলার ঘরে ফেরাতে সমর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্র ব্যবসায় ৪০ হাজার মার্কিন নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে।'

বৈঠকে ইরান ও সৌদি আরবের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়টিও উঠে আসে বলে জানা গেছে।
এদিকে, সৌদি যুবরাজ বলেন, 'উভয়দেশের জন্য অভ্যন্তরীণ ও বৈশ্বিক হুমকি থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করতেই আমরা এখানে কথা বলছি।'

সূত্র: এএফপি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top