
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে খাদ্য মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রি শুরু করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বকশীগঞ্জ ইউনিয়নের সূর্যনগর গ্রামে আনুষ্ঠানিকভাবে চাল বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহীনা আক্তার , আওয়ামী লীগ নেতা শাহজালাল খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহীনা আক্তার জানান, এই কর্মসূচির আওতায় বকশীগঞ্জ উপজেলায় ১৩ হাজার তিন শ ৩৯ জন কার্ড ধারীকে ২২ টি ডিলারের মাধ্যমে ১০ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে।