বায়তুল ইরফান আদর্শ মাদরাসার বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণ সম্পন্ন

S M Ashraful Azom
prize distribution of Baitul Irfan Model Madrasa
ইংরেজী কথোপকথনে প্রতিযোগীদের একাংশ
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ক বায়তুল ইরফান আদর্শ মাদরাসা'র ১৩তম বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরুষ্কার বিতরণী সভা মাদরাসা অডিটোরিয়ামে ৩ মার্চ শনিবার সম্পন্ন হয়েছে।

মাদরাসার শিক্ষা সচিব মুহাম্মদ কামাল উদ্দীন এর সঞ্চালনায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন নাসিরাবাদ মিসবাহুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক আল্লামা শাহ্ নুর মুহাম্মদ। চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার পরিচালক আল্লামা শাহ আব্দুল জলিল এর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার পরিচালক কাজ্বী মুহাম্মদ মনছুরুল হক।

সভায় মুল্যবান নসিহত পেশ করেন, ঢাকা বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের মুফতি ও মহাদ্দিস আল্লামা মুহাম্মদ সুহাইল, অাল্লামা মীর্জা ইয়াসিন আরাফাত, ঢাকা। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লাভলেইন মারকাজের জিম্মাদার আবুল কালাম আযাদ, জলদী মখজুনুল উলুম মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ, সিনিয়র শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম কদিম সহ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারগণ।


এসময় অথিতিরা মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে গত জেডিসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরিক্ষায় এ প্লাস প্রাপ্ত, বিশুদ্ধ কুরআন তেলাওয়াৎ, সর্ব্বোচ্চ উপস্থিতি, হস্তলিপি, হামদ-না'ত, সৎচরিত্রের উপর বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top