জামালপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

S M Ashraful Azom
Dal protests demanding the release of Khaleda Zia at Jamalpur

জামালপুর প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।


জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক জিয়াউল হক জিয়া, শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব সোহেল রানা খান, কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক নুরুল মোমেন আকন্দ কাওসার প্রমুখ। বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সাজা বাতিল এবং বিএনপির সকল কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
আরও পড়ুন>>সাপাহারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে আটক-২
বিক্ষোভ সমাবেশের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মনোয়ার ইসলাম কর্ণেল।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top