`ভারত রমজান উপলক্ষে কাশ্মীরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে'

Seba Hot News
`ভারত রমজান উপলক্ষে কাশ্মীরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে'
সেবা ডেস্ক: -পবিত্র রমজান মাস উপলক্ষে কাশ্মীরে বিদ্রোহীদের বিরুদ্ধে সকল প্রকার সামরিক অভিযান স্থগিত রাখবে ভারত। প্রায় দুই দশকের মধ্যে এইবারই প্রথম এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।
 
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বুধবার ধারাবাহিক কয়েকটি টুইটে জানিয়েছে, বেশ কয়েক মাস ধরেই বিতর্কিত এই অঞ্চলটিতে তীব্র সংঘর্ষের পর শান্তিপ্রিয় মুসলিমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে রমজান পালন করবে। এ খবর দিয়েছে আল জাজিরা।
 
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, কাশ্মীরে অবস্থানরত ভারতের নিরাপত্তা বাহিনীর ৫ লাখ সেনা সেখানেই অবস্থান করবে। তাদের ওপর হামলা চালানো হলে তারা পাল্টা জবাব দেবে।
 
কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বুধবার জানান, তিনি আশা করছেন ভারতের এই সিদ্ধান্ত টেকসই আলোচনার জন্য একটি শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি করবে। তবে বিদ্রোহী দলগুলো থেকে এ বিষয়ে কোন সাড়া মেলেনি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top