ঈদুল ফিতর ও বর্ষার আগেই নতুন চেহারায় মহাসড়ক

S M Ashraful Azom
ঈদুল ফিতর ও বর্ষার আগেই নতুন চেহারায় মহাসড়ক
সেবা ডেস্ক: ঈদের আনন্দ প্রিয়জনদের সাথে কাটাতে প্রতিবছরই মানুষ ছুটে যায় বাবা-মা,আত্মীয় পরিজনদের কাছে। বাড়ি ফেরার আনন্দকে আরো নির্বিগ্ন করে তুলতে ঈদের আগেই সব সড়ক এবং মহাসড়কের মেরামতের কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

ইতোমধ্যে ঢাকা এবং টাঙ্গাইল মহা-সড়কের প্রায় ৬৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। একই সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ৩২৭ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল ও যশোর-খুলনা সড়ক উন্নয়নের প্রকল্পের কাজও আগাচ্ছে খুব দ্রুত গতিতে।

দেশের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৮৭৬টি মহাসড়ক আছে যার মধ্যে ৯৬টি জাতীয়, ১২৬টি আঞ্চলিক এবং ৬৫৪টি জেলা মহাসড়ক। ঈদের বাড়ি ফেরা মানুষের যাত্রা যেন নিরাপদ এবং দ্রুত হয় সেই জন্য মহাসড়কগুলো সচল রাখতে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। মন্ত্রণালয়ের ২৩টি টিমের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম তদারকি করা হচ্ছে।


গত বন্যায় ও অতি বৃষ্টিতে ২২টি জেলার ৬২টি স্থানে ৪ দশমিক ৯২ কিলোমিটার মহাসড়ক বিলীন গিয়েছে। এছাড়াও ৭৫টি স্থানে ৬৭ দশমিক ২০ কিলোমিটার মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছে মহাসড়কের। ঈদের আগেই যেন ক্ষতিগ্রস্ত সড়ক চলাচল উপযোগী হয় সেইজন্য ১ হাজার ৭০৪ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

ক্ষমতাগ্রহণের পর থেকেই বর্তমান সরকার গুরুত্ব দিয়ে আসছে দেশের যোগাযোগ খাতের উপর। সড়ক এবং মহাসড়কগুলোর রক্ষণাবেক্ষণ এবং মেরামতে সরকারের এমন প্রচেষ্টা অব্যহত থাকলে সামনের দিনগুলিতে যাত্রা হবে নিরাপদ এবং ভোগান্তিবিহীন এমনটিই মনে করে দেশের সাধারণ মানুষ।



ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top